সংবাদদাতা, কোচবিহার : শিলিগুড়িতে শিল্প সম্মেলনে কোচবিহারে (Coochbehar) বেশি আসনের বিমান চালানোর ব্যাপারে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান ব্যবসায়ীরা। আপাতত কোচবিহারে নয় আসনের বিমান নিয়মিত চলছে। এদিন শিলিগুড়িতে বিমানবন্দর ইস্যু নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে রীতিমতো বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, বিমানবন্দরে পরিকাঠামো উন্নয়নে তিনশো কোটি ব্যায় হয়েছিল৷ ডবল ইঞ্জিনের বিমান চাওয়া হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি।
আরও পড়ুন-ঝড়-বৃষ্টিতে বিধ্বস্ত এলাকা মোকাবিলায় পুরসভার দল
উল্লেখ্য, কোচবিহার জেলা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে একাধিক শিল্পের উদ্বোধনের জন্য কোচবিহারে আসতে আমন্ত্রণ জানানো হয়েছে৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে এসে শিল্প সম্মেলনকে ঘিরে আশার আলো দেখছেন উত্তরের শিল্পোদ্যোগীরা৷ কোচবিহার থেকে ক্ষুদ্র মাঝারি ও বড় স্তরের শিল্পোদ্যোগীরা শিল্প সম্মেলনে সোমবার অংশ নিয়েছিলেন। জানা গিয়েছে, কোচবিহার থেকে ৭৫ জন শিল্পোদ্যোগী এই সম্মেলনে অংশ নেন৷ সোমবার কোচবিহার জেলা ব্যবসায়ী মহলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিতভাবে একাধিক দাবি জানানো হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তিন থেকে দশ কাঠা জমিতে সম্ভব এমন ক্ষুদ্র শিল্প ভাবনায় আগ্রহী অনেকেই এই জেলায় এগিয়ে এসেছেন। কোচবিহারের ব্যাবসায়ী সমিতির জেলা সম্পাদক সুরজ ঘোষ বলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন শিল্প সম্মেলনে দীর্ঘ আলোচনা হয়েছে। একাধিক শিল্প প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কোচবিহার আসার জন্য অনুরোধ জানিয়েছেন তাঁরা৷