অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: ধীরগতিতে চলছে ফোর লেন বাইপাসের কাজ। বেশ কিছু বছর ধরে কাজ শুরু হলেও আজও অসম্পূর্ণ রাস্তা। একদিকের বাইপাস রাস্তা খোলায় প্রায় প্রত্যেকদিন ঘটছে দুর্ঘটনা। শুধু তাই নয়, শহরে বাড়ছে যানজটও। পুজোর আগে এই দুর্ঘটনা আরও বাড়তে পারে। সেইজন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসীরা। সুভাষগঞ্জে রেললাইনের ক্রসিং উপরে উড়ালপুলের কাজ চলছে অত্যন্ত ধীরগতিতে। এর জেরে হতাশায় সাধারণ মানুষ।
আরও পড়ুন-নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, রেলকর্মীকে পিটিয়ে মারা হল ট্রেনেই
বিগত ৬ বছর আগে রায়গঞ্জের রূপাহার থেকে বারদুয়ারি পর্যন্ত ফোর লেন বাইপাসের কাজ শুরু হয়। এই রাস্তা তৈরি হলে উপকৃত হত সাধারণ মানুষ। কিন্তু আজও কাজ চলছে ধীরগতিতে। সুভাষগঞ্জের এই উড়ালপুলটি নির্মাণে শুরু হয় গড়িমসি। এখনও পর্যন্ত এই উড়ালপুলের কাজ সম্পন্ন হয়নি। এর জেরে বাইপাস চালু হলেও এই স্থানে ওয়ান ওয়েতে যাতায়াত করছে সমস্ত যানবাহন। এখনও দ্বিতীয় পথটি চালু না হওয়ায় ঘটছে দুর্ঘটনা। ওয়ান ওয়ের জেরে এই স্থানে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে। প্রাণ যাচ্ছে বহু মানুষের। কিন্তু তারপরেও জাতীয় সড়ক কর্তৃপক্ষর ভূমিকা নেই। দুর্ঘটনা এড়াতে দ্বিতীয় পাশের রাস্তা না খুললে একদিকের এই রাস্তাটিও বন্ধ করার দাবি করেন এলাকাবাসীরা। স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য মোহন সাহা জানিয়েছেন, খুব দ্রুত যাতে দুটি পথই সচল করা হয় তার দাবি জানাচ্ছি জাতীয় সড়ক কর্তৃপক্ষের কাছে। একটাই দাবি পুজোর আগে পরিষেবা স্বাভাবিক করা হোক জাতীয় সড়কে।