কেন্দ্রীয় বাহিনী সরিয়ে খুলতে হবে স্কুল

Must read

প্রতিবেদন : কেন্দ্রীয় বাহিনীর (Central forces) থাকার জন্য শিকেয় উঠেছে পঠন-পাঠন। সোমবার থেকে গরমের ছুটির পর স্কুল খোলার কথা থাকলেও কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য রাজ্যের একাধিক স্কুল খোলা সম্ভব হয়নি। এবার যে-সমস্ত স্কুলে কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখান থেকে বাহিনী সরানোর জন্য দ্রুত নির্দেশ দিল রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলার জেলাশাসক ও ডিআই-দের এবং কলকাতার ক্ষেত্রে নগরপালকে নির্দেশ দিয়ে বলা হয়েছে অবিলম্বে স্কুল থেকে বাহিনীদের (Central forces) সরিয়ে তাঁদের থাকার বিকল্প ব্যবস্থা করতে হবে। কোনও ভাবেই যেন বাহিনীর জন্য পড়াশোনায় ক্ষতি না হয় সেদিকে নজর দিতে হবে। জানা গিয়েছে, গোটা রাজ্য জুড়ে এসএসকে, এমএসকে, উচ্চমাধ্যমিক মিলিয়ে মোট ৫০০ স্কুলে এখনও বাহিনী রয়েছে। এদিকে, শহরের স্কুলগুলিতে অনলাইন ক্লাস করানোর ব্যবস্থা থাকলেও গ্রামের দিকে সেই সুবিধে অনেকটাই কম। তাই পড়াশোনায় যাতে বিঘ্ন না ঘটে সেই কারণে কেন্দ্রীয় বাহিনী সরিয়ে অবিলম্বে স্কুলকে পঠন-পাঠনের উপযোগী করে তোলার নির্দেশ রাজ্য প্রশাসনের।

আরও পড়ুন- ফোনে কৃষকদের সঙ্গে সরাসরি কথা বললেন মুখ্যমন্ত্রী

Latest article