ডিভিসি : মুখ্যমন্ত্রীর অভিযোগ মেনে নিল কেন্দ্রীয় সরকার

Must read

প্রতিবেদন : দামোদর ভ্যালি কর্পোরেশন (DVC) এখনও পর্যন্ত দামোদর নদীতে কোনও ড্রেজিং কাজ চালায়নি। বৃহস্পতিবার লোকসভায় তৃণমূল কংগ্রেস সাংসদ দীপক অধিকারীর এক লিখিত প্রশ্নের জবাবে স্বীকার করলেন কেন্দ্রীয় জলশক্তি রাষ্ট্রমন্ত্রী রাজ ভূষণ চৌধুরী। উল্লেখ্য, গত ২৯ জুলাই বীরভূমের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী দাবি করেছিলেন, শেষ ২০ বছরে DVC–র ড্রেজিং হয়নি। মুখ্যমন্ত্রীর সেই অভিযোগই কার্যত মেনে নিলেন কেন্দ্রীয় জলশক্তি রাষ্ট্রমন্ত্রী। তৃণমূল কংগ্রেস সাংসদ জানতে চেয়েছিলেন, গত পাঁচ বছরে জুন থেকে অগাস্ট মাস পর্যন্ত মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার বিস্তারিত তথ্য কী? দামোদর নদীতে শেষ কবে ড্রেজিং করা হয়েছিল? দামোদর ভ্যালি রিভার বোর্ডে কি কোনও প্রতিনিধি আছেন এবং যদি থাকেন, তাহলে তার বিস্তারিত তথ্য কোথায়? যদি না থাকেন, তাহলে সেই বোর্ড পশ্চিমবঙ্গ সরকারের সাথে কীভাবে যোগাযোগ করে? মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার বিস্তারিত তথ্য দিয়ে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জানান, দামোদর ভ্যালি রিজার্ভার রেগুলেশন কমিটি (ডিভিআরআরসি), কেন্দ্রীয় জল কমিশন, ডিভিসি, পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকারের সদস্যদের নিয়ে গঠিত। ডিভিআরআরসি সমস্ত অংশীদার যেমন ডিভিসি, পশ্চিমবঙ্গ সরকার এবং ঝাড়খণ্ড সরকারের সাথে যথাযথ পরামর্শের পর মাইথন এবং পাঞ্চেত বাঁধ থেকে জল ছাড়ার সিদ্ধান্ত নেয়। এদিকে, ২০২৫ সালে দু’দিন আগেই পাঞ্চেত ও মাইথন মিলিয়ে মোট ৩১ হাজার ৯০০ কিউসেক জল ছাড়া হয়েছিল। সব মিলিয়ে রাজ্যকে না জানিয়ে ডিভিসির একতরফা জল ছাড়ার সিদ্ধান্ত যে অনৈতিক, তা কার্যত মেনে নিল কেন্দ্র।

আরও পড়ুন-সংসদে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ মালা

Latest article