বাংলাকে বকেয়া-বঞ্চনা কেন্দ্রের, উৎসবে বরাদ্দ সর্বনিম্ন

Must read

প্রতিবেদন : বাংলাকে কেন্দ্রের বঞ্চনা অব্যাহত। উৎসবের বরাদ্দেও সুস্পষ্ট বঞ্চনার ছবি। একে তো উৎসব (Durga Puja) শুরু হয়ে যাওয়ার পর বরাদ্দ পেল বাংলা, তারপর যেখানে উৎসব নেই সেখানে বরাদ্দে আধিক্য আর বাংলার জন্য বরাদ্দ যৎকিঞ্চিৎ।
সম্প্রতি রাজ্যগুলির বকেয়া কর-বাবদ টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। গোটা দেশে দীপাবলির আগে সেই বরাদ্দ পাওয়া গেলেও, বাংলার জন্য দুর্গোৎসবের আগেই মেলে টাকা। কিন্তু এবার তা-ও মিলল উৎসব শুরু হওয়ার পরে।
কেন্দ্রীয় অর্থমন্ত্রক বৃহস্পতিবার ১ লক্ষ ৭৮ হাজার ১৭৩ কোটি টাকা ২৮টি রাজ্যের জন্য বরাদ্দ করল। এর মধ্যে ৮৯ হাজার ৮৬ কোটি প্রাক্ উৎসবের জন্য বরাদ্দ বলে জানানো হয়েছে অর্থমন্ত্রকের তরফে। উৎসবের মরশুমে রাজ্যগুলির উন্নয়নমূলক কাজ জারি রাখার জন্য এই টাকা বরাদ্দ হয়। তবে এই বরাদ্দেও রাজ্যের প্রতি বঞ্চনার ছবিটা স্পষ্ট। যেখানে বিজেপির ডবল ইঞ্জিন রাজ্য উত্তরপ্রদেশের জন্য ৩১ হাজার কোটিরও বেশি টাকা বরাদ্দ করেছে, সেখানে বাংলা পেয়েছে মাত্র ১৩ হাজার ৪০৪ কোটি টাকা। রাজ্য সরকার অবশ্য কেন্দ্রীয় বরাদ্দের অপেক্ষায় থাকেনি। দুর্গোৎসবে ক্লাবগুলিকে খরচের জন্য ৩৪০ কোটি টাকা অনুদান দিয়েছে রাজ্য। আর কেন্দ্র উৎসব শুরু হয়ে যাওয়ার পরে রাজ্যকে ১৩ হাজার কোটি টাকা পাঠাল। এর মধ্যে বকেয়া কর ও রাজ্যের উন্নয়ন খাতের টাকাও রয়েছে।

আরও পড়ুন-কত দ্রুত কাজ হচ্ছে জানিয়ে দিল সরকার

Latest article