কেন্দ্রীয় কর্মচারীদের খুল্লামখুল্লা গেরুয়াকরণের ছাড়পত্র দিল্লির

Must read

প্রতিবেদন : দেশের প্রশাসনের গেরুয়াকরণে এবার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল কেন্দ্রের মোদি সরকার। সরকারি কর্মচারীরা (Central Government Employee) এতদিন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএসে যোগ দিতে পারতেন না। ৫৮ বছরের পুরনো সেই নিষেধাজ্ঞা এবার তুলে দিল বিজেপি সরকার। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের (Central Government Employee) আর সংঘের সদস্যপদ নিতে বা পেতে অথবা সংঘের কাজে সক্রিয় ভাবে অংশ নিতে আর কোনও বাধা রইল না। কেন্দ্রের এই ঘোষণা সামনে আসতেই বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার নেতা সাংসদ ডেরেক ও’ব্রায়েন এক্স হ্যান্ডেলে এই নিয়ে মোদি সরকারকে তোপ দেগেছেন। ডেরেক লিখেছেন, আমরা অত্যন্ত বিস্মিত। প্রায় ৬০ বছরের পুরনো এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল। এই ঘটনায় আমরা গভীর ভাবে উদ্বিগ্নও। মোদি সরকার সংঘের ভাবধারা আরও বেশি করে ছড়িয়ে দিতে চাইছে। স্বাধীনতার আগে সংঘের কাজকর্মের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, এটা দেশের নিরাপত্তার পক্ষে একটি অত্যন্ত বিপজ্জনক পদক্ষেপ। তৃতীয়বার ক্ষমতায় আসা মোদি সরকারের এই সিদ্ধান্তে ফের ঝড় উঠতে চলেছে দেশ জুড়ে। তৃণমূলের পাশাপাশি অন্য বিরোধীরাও এই ইস্যুতে সরব হতে শুরু করেছে।

আরও পড়ুন- কোর্টের নির্দেশ লাগু হতেই ক্রমশ শান্ত হচ্ছে বাংলাদেশ

Latest article