হেরেও বিজেপির বঞ্চনার রাজনীতি: সমগ্র শিক্ষা মিশনের টাকা বন্ধ, চিঠি

Must read

প্রতিবেদন : নিজেদের হিংসাত্মক রূপ চরিতার্থ করতে ১০০ দিনের কাজের টাকার পর এবার শিক্ষা অভিযানের (Shiksha Abhiyaan) টাকা বন্ধ করে দিল কেন্দ্র। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এইভাবে টাকা বন্ধ করে কার্যত বাচ্চাদের পেটে লাথি মারা হচ্ছে বলে ক্ষোভ উগরে দিয়েছেন শিক্ষামন্ত্রী। পিএমশ্রী চুক্তিতে স্বাক্ষর না করলে এই টাকা দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র। এক্ষেত্রে শিক্ষামন্ত্রীর যুক্তি, রাজ্যের অর্থ দফতর, ইউজিসি এবং শিক্ষা দপ্তর টাকা ছেড়ে দিয়েছে। এই টাকা দেওয়ার বিষয়ে ৬০ শতাংশ টাকা দেয় কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দেয় রাজ্য। তাহলে সেক্ষেত্রে প্রকল্পের নাম শুধুমাত্র পিএমশ্রী কেন হবে। কেন্দ্র জোর করে এই নামকরণ করেছে। গত জানুয়ারি মাস থেকে রাজ্যকে এই টাকা দেয়নি কেন্দ্র। সেক্ষেত্রে দু’হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রককে চিঠি দিয়েছে নবান্ন। একশো দিনের টাকা, জাতীয় স্বাস্থ্য মিশনের টাকা ইতিমধ্যেই আটকে রেখেছে কেন্দ্র এখন এই তালিকায় নতুন ভাবে যোগ হল শিক্ষা মিশনের টাকা। বারবার রাজ্যের প্রতি কেন্দ্রের এই বৈমাত্রেয় সুলভ আচরণ এত নিষ্ঠুর মনোভাব তাদের বর্বরোচিত রূপকেই প্রকাশ্যে আনছে। কেন্দ্রের এসব প্রতিহিংসাপরায়ণ মনোভাব তুচ্ছ রাজনীতি ছাড়া আর কিছুই নয়। দেশের উন্নয়নের প্রতি যে তাদের নজর নেই এবং কেবল যে নিজেদের বিজ্ঞাপন করতেই তারা যাবতীয় ঘোষণা করছে সে-বিষয়টি আরও একবার স্পষ্ট হল এই টাকা (Shiksha Abhiyaan) বন্ধ করার মধ্যে দিয়ে।

আরও পড়ুন- অনলাইন ভর্তির পোর্টাল চালু, আবেদন করা যাবে ২৪ জুন থেকে ১৬টি বিশ্ববিদ্যালয় ও ৪৬১টি কলেজে

Latest article