অসীম চট্টোপাধ্যায়, দুর্গাপুর : প্রতিহিংসার রাজনীতি থেকেই রাজ্যের ন্যায্য পাওনা টাকা দিচ্ছে না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। ফলে উন্নয়নের গতি অব্যাহত রাখতে রাজ্য সরকারের বিভিন্ন খাতের টাকা থেকেই প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করতে হচ্ছে দুর্গাপুর নগর নিগমকে। বিভিন্ন প্রকল্প থেকে ইতিমধ্যেই ১৫ কোটি টাকা পেয়েছে দুর্গাপুরের মিনি নবান্ন। সেই টাকাই পুরনিগমের ৪৩টি ওয়ার্ডের মধ্যে বণ্টন করে দেওয়া হবে বলে জানান মেয়র দিলীপ অগস্তি। আগামী মাস থেকেই বকেয়া কাজ শুরু হবে। আপাতত ৩০ লক্ষ টাকা করে দেওয়া হবে ওয়ার্ডপিছু। আশু প্রয়োজনীয় বকেয়া কাজ করা হবে তাতে। পরে টাকার সংস্থান হলে বাকি কাজ। মেয়র বলেন, ‘ডিসেম্বর থেকে বিভিন্ন প্রকল্পের কাজ শুরু করতে নির্দেশ দেওয়া হয়েছে পুর প্রতিনিধিদের। প্রত্যেককেই পাঁচ-ছটি প্রকল্পের জন্য প্রাথমিকভাবে প্রকল্প রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত নির্বাচনে যেসব প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তার সিংহভাগ কাজই সম্পূর্ণ।’
আরও পড়ুন-ডেঙ্গি রুখতে তৈরি শিলিগুড়ি