সংবাদদাতা, কাঁথি : কেন্দ্রীয় সরকারের গালভরা আশ্বাসই সার। বিশেষত এ রাজ্যকে বঞ্চনার ব্যাপারে তাদের জুড়ি নেই। বিড়ি শ্রমিকদের সন্তান বা তরুণ বিড়ি শ্রমিকদের বৃত্তি দেয় কেন্দ্রীয় সংস্কার। কিন্তু অভিযোগ উঠল, সেই স্কলারশিপের নামে কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের ভাঁওতা দিচ্ছে। গুরুতর এই অভিযোগ তুলল তৃণমূল ছাত্র পরিষদ।
আরও পড়ুন-তলিয়ে মৃত
প্রতিবাদে শুক্রবার পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ মহাবিদ্যালয়ে তারা ব্যাপক বিক্ষোভও দেখাল। এদিন কলেজের প্রবেশপথে একটি বড় বিক্ষোভসভা করে তৃণমূল ছাত্র পরিষদের কলেজ ইউনিট। অভিযোগ, প্রায় তিন বছর ছাত্রছাত্রীরা ফর্ম পূরণ করে যাচ্ছে। কিন্তু কেউই স্কলারশিপের টাকা পাচ্ছে না। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য কমিটির সদস্য আবেদ আলি খান, তারাশঙ্কর পন্ডা, নিমাই দাস, নিতাই বারিক প্রমুখ। আবেদ বলেন, “কেন্দ্রের বিজেপি সরকার ছাত্রছাত্রীদের বিড়ি স্কলারশিপের নামে গত তিন বছর ধরে ভাঁওতা দিচ্ছে। তাই ছাত্রছাত্রীরা আন্দোলনে নামল।’’