সংবাদদাতা, শিলিগুড়ি : অনুষ্ঠান মঞ্চেই ভাষণরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। সেই মতো দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে চিকিৎসক দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী।
আরও পড়ুন-‘চোখের আলো’য় উদ্ভাসিত চাঁচল
বৃহস্পতিবার শিলিগুড়ির অদূরে দাগাপুরে নীতিন কয়েকটি প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন। শিলান্যাসের পরে ভাষণ দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মঞ্চের পাশে গ্রিনরুমে নিয়ে যাওয়া হয়। এই সময় আরও বেশি অসুস্থ বোধ করতে থাকেন। ততক্ষণে পুলিশ মারফত খবর পৌঁছে গিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে পুলিশ কমিশনার চিকিৎসক দল গিয়ে সঙ্গে সঙ্গে পৌঁছে চিকিৎসা শুরু করান। জানা গিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর রক্তে শর্করার পরিমাণ হঠাৎ কমে যাওয়াতেই তিনি অসুস্থ হয়ে পড়েন। পুলিশ কমিশনার জানান, মন্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে একটি মেডিক্যাল টিম নিয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে যাই। অনুষ্ঠানস্থল থেকে মন্ত্রীকে গ্রিন করিডর করে পাশেই দার্জিলিংয়ের সাংসদের বাড়িতে নিয়ে যাওয়া হয়। উনি অসুস্থ হয়ে পড়ায় পরবর্তী সমস্ত অনুষ্ঠান বাতিল করা হয়েছে।