সাধারণতন্ত্র দিবসে বাদ পড়েছে বাংলা সহ বিরোধী দল শাসিত একাধিক রাজ্যের ট্যাবলো (Republic Day- Tableau)। বিরোধীদের প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিহিংসা পরায়ণ মনোভাবের কারণেই ট্যাবলো বাতিল হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বাংলার ক্ষেত্রে মোদির শাসনকালে ১০ বছরে ৩ বার এবং বেছে বেছে বিরোধী শাসিত রাজ্যগুলোর ট্যাবলো যেভাবে বাতিল হয়েছে লোকসভা নির্বাচনের আগে তার কোন নেতিবাচক প্রভাব যাতে না পড়ে সেই কথাকে মাথায় রেখেই সাধারণতন্ত্র দিবসের আগেই প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে সংশ্লিষ্ট রাজ্য সরকারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও বাংলার সঙ্গে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মৌ স্বাক্ষরিত হয়নি বলেই জানা গিয়েছে।
আরও পড়ুন- গঙ্গাসাগর কেন জাতীয় মেলার স্বীকৃতি পাবে না? প্রশ্ন মুখ্যমন্ত্রীর
নতুন চুক্তি অনুযায়ী, সমস্ত রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল যাতে সমানভাবে ট্যাবলো (Republic Day- Tableau) প্রদর্শনীতে অংশ নিতে পারে, তারজন্য ৩ বছরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ঘুরিয়ে ফিরিয়ে প্রতিটি রাজ্যকে সেই তিন বছর ট্যাবলো প্রদর্শনের সুযোগ দেওয়া হবে। প্রতিরক্ষা মন্ত্রক এবং ট্যাবলো নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে, ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর আর্টস এবং ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনসের তরফে সুপারিশ করা শিল্পীদের নিয়ে একটি বিশেষজ্ঞদের কমিটি গঠন করা হয়। ২০২৪ থেকে ২০২৬ পর্যন্ত তিন বছরের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নির্বাচন পদ্ধতির খসড়া তৈরি করার পর কেন্দ্রের তরফে রাজ্যগুলির মতামত চাওয়া হয়। এই নিয়ম অনুযায়ী, যে ট্যাবলো এবছর বাতিল হয়ে যাবে, পরবর্তী ২ বছরে সেই ট্যাবলোগুলি প্রদর্শনীতে অগ্রাধিকার দেওয়া হবে। কেন্দ্রীয় সরকারের আধিকারিকরা আরও জানিয়েছেন, ট্যাবলোর নকশা এবং পুরোপুরি তৈরির জন্য ৩০টি সংস্থাকে নিয়োগ করা হয়েছে।
কেন্দ্রীয় সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতিরক্ষা সচিবের সঙ্গে এই নিয়ে একাধিকবার বৈঠক হয়েছে রাজ্যগুলির রেসিডেন্ট কমিশনারদের। তিন বছরের নতুন যে চুক্তি করা হয়েছে, তা রাজ্যগুলিকে পাঠানোর পর এখনও পর্যন্ত ২৮টি রাজ্য স্বাক্ষর করেছে।