করোনায় মৃতের পরিবারকে ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দিক রাজ্যগুলি। বুধবার সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে প্রস্তাব দিল কেন্দ্রীয় সরকার। এই ক্ষতিপূরণের অর্থ আগামী দিনে করোনায় কারও মৃত্যু হলেও দেওয়া হবে। ক্ষতিপূরণ দেওয়া হবে করোনায় ত্রাণের সঙ্গে যুক্ত মৃতের পরিবারকেও।
আরও পড়ুন-বায়ুসেনা প্রধান
কেন্দ্রের প্রস্তাব, রাজ্য সরকারগুলির বিপর্যয় মোকাবিলা দফতরের তহবিল থেকে এই অর্থ প্রদান করা হোক। জেলা প্রশাসনের তরফে বিতরণ করা হোক ক্ষতিপূরণের অর্থ। সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়েছে, ক্ষতিপূরণের অর্থ পেতে গেলে মৃতের পরিবারকে মৃত্যুর প্রমাণপত্র-সহ আবেদন জমা করতে হবে।
সমস্ত আবেদন জমার ৩০ দিনের মধ্যেই মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। কোনওরকম অভিযোগ থাকলে সেই অভিযোগের তদন্তের জন্য জেলাস্তরে কমিটি গঠিত হোক। জেলা স্বাস্থ্য আধিকারিক, অতিরিক্ত জেলাশাসক-সহ গুরুত্বপূর্ণ আধিকারিকদের এই তদন্ত কমিটির শীর্ষে রাখা হোক। প্রস্তাব কেন্দ্রের।