টোপ দিলেও সাড়া দিলেন না দেশের মহিলারা। বাধ্য হয়ে কেন্দ্র বন্ধ করে দিচ্ছে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (mahila samman savings certificate)। মাত্র দু’বছর আগে কেন্দ্রের বিজেপি সরকার এই প্রকল্পটি চালু করেছিল। নারী সুরক্ষা বা নারীদের সম্মানের কথাই ভাবে না যে সরকার সেই সরকার নারীদের সুবিধার্থে কিছু করবে তা অবিশ্বাস্য। ১ এপ্রিল অর্থাৎ আগামিকাল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট বন্ধ করছে কেন্দ্র।
২০২৩ সালের পয়লা এপিল থেকে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট (mahila samman savings certificate) চালু করেছিল মোদি সরকার। মেয়াদ দু’বছর। একলাফে ২ লক্ষ পর্যন্ত টাকা লগ্নি করা যায়। বছরে সুদের হার ৭.৫%। এত সুযোগের পরেও মিলল না সাড়া। কোনও উপায় না পেয়ে কেন্দ্র এবার বন্ধই করল প্রকল্পে। এবার প্রশ্ন উঠছে, মহিলাদের সঞ্চয়ে উৎসাহ দেওয়ার কথা বলে এক সময় যে প্রকল্পের দেশের কোনায় কোনায় প্রচার চালিয়েছিল বিজেপি, তার এই দশা হল কেন? মাত্র দু’বছর পরই কেন তুলে দিতে হচ্ছে প্রকল্পটি? কেন এই প্রকল্পে সাড়া দিলেন না দেশের মহিলারা?
আরও পড়ুন-রিজওয়ানুরের বাড়ি-পার্কসার্কাস-একবালপুরে শুভেচ্ছা বিনিময়ে মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেক
এই প্রকল্প আচমকাই বন্ধ হয়ে যাওয়ায় বিরোধীদের কটাক্ষ, বিজেপির জমানায় নারীরা অসুরক্ষিত। বিজেপি নারীবিদ্বেষী সরকার। নারীদের সম্মান ও সুরক্ষার বিষয়ে বিজেপির উচিত মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে শিক্ষা নেওয়া। কেন্দ্রের সামগ্রিক বাজেটের মধ্যে নারী ও শিশুকল্যাণ মন্ত্রকের বাজেটে বরাদ্দ মাত্র ০.৫৩ শতাংশ। এর থেকেই স্পষ্ট, কতটা ভাঁওতাবাজির সরকার চলছে।