বাংলায় কেন্দ্রীয় এজেন্সি দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে, বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে বাণিজ্য কনক্লেভে এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বাংলার শিল্প-সাফল্যের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, ইডি-সিবিআই (ED-CBI) দিয়ে ব্যবসায়ীদের ভয় দেখানো হচ্ছে। মোদি সরকার ব্যবসায়ীদের বাধা দেওয়ার চেষ্টা করছে। তবে, রাজ্য সরকার ব্যবসায়ীদের পাশে আছে-আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান (Mamata Banerjee)। রাজ্য থেকে GST তুলে নিয়ে গেলেও, বাংলার বকেয়া দিচ্ছে না কেন্দ্র- সরব মমতা।
আরও পড়ুন-প্রাধান্য পাবে মেক ইন বেঙ্গল, ১০০০০ মানুষের কর্মসংস্থানের আশ্বাস উমেশ চৌধুরীর
এদিন কনক্লেভ থেকে মুখ্যমন্ত্রী অভিযোগ করে, শিল্পের বিকাশকে বাধা দিতে ব্যবসায়ীদের ‘টার্গেট’ করেছে কেন্দ্র। তাঁর কথায়, “ব্যবসায়ীদের এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে। ব্যবসায়ীরা যদি সব সময় আতঙ্কে থাকেন, তাঁরা কাজ করবেন কীভাবে?”
কেন্দ্রের জিএসটি (GST) নীতির সমালোচনা করে মমতা বলেন, “জিএসটির নামে রাজ্য থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা কেটে নেওয়া হচ্ছে।” রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী অর্থনৈতিক উপদেষ্টাক উদ্দেশে মমতা বলেন, জিএসটি কার্যকর হলে ভাল হবে বলে পরামর্শ দিয়েছিলেন অমিত মিত্র। এখন ব্যাাখ্যা দেবেন তিনি। উত্তর দিতে হবে। অমিতের উত্তরের জন্য অপেক্ষাও করে থাকেন মমতা বন্দ্যোপাধ্যায়।

