চিনি রফতানিতে বাঁধল সীমা

Must read

নয়াদিল্লি : ঘাটতি ও মুদ্রাস্ফীতির কথা বলে এবার চিনি রফতানির (Sugar Exports) সীমাও বেঁধে দিল মোদি সরকার। কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় বলা হয়েছে, ১০ মিলিয়ন টনের বেশি চিনি রফতানি (Sugar Exports) করা যাবে না। ১ জুন থেকে এই নয়া নির্দেশিকা কার্যকর হবে বলে জানিয়েছেন ডাইরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড। বিষয়টিতে প্রশ্ন তুলেছেন আখচাষিরা। আখ চাষিদের ইউনিয়নের যুগ্ম সম্পাদক বিজু কৃষ্ণন জানালেন, ভারতে চিনির কোনও ঘাটতি নেই। তবে আখ চাষিদের হাল ফেরাতে এবার সঠিক পদক্ষেপ নেওয়া দরকার কেন্দ্রের। তিনি আরও বলেন, যখন আন্তর্জাতিক বাজারে দাম কমে যায়, তখন চাষিদেরও কম টাকা দেওয়া হয়, অথচ দাম বাড়লে সেই বর্ধিত মূল্য চাষিদের দেওয়া হয় না। তাঁর কথায়, সেই কারণেই চিনি রফতানিতে সীমা বেঁধে দেওয়ার সঙ্গে আখ চাষিদের কোনও সরাসরি যোগ নেই। আখ চাষিদের দাবি এবার অন্তত তাঁদের ন্যূনতম সহায়ক মূল্য দেওয়া উচিত।

আরও পড়ুন:মোদির ডিজিটাল ইন্ডিয়ায় আরও তীব্র লিঙ্গবৈষম্য 

Latest article