বাংলার ১০০ দিনের টাকা আটকাতে সুপ্রিম কোর্টে কেন্দ্র!: তোপ অভিষেকের

বাংলাকে বঞ্চনা করতে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র।

Must read

বাংলাকে বঞ্চনা করতে এবার সুপ্রিম কোর্টে কেন্দ্র। ১০০ দিনের কাজ চালু করার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছে মোদি সরকার। এটাই প্রমাণ করে বিজেপি কতটা বাংলা বিরোধী। সোমবার, দিল্লি থেকে ফিরে কলকাতায় বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তোগ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বলেন, ”১ অগাস্ট থেকে ১০০ দিনের টাকা শুরু করতে হবে নির্দেশ দেওয়া হয়েছিল। আমাদের দাবি ছিল বাংলাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই পাওনা আগে মেটাতে হবে। আগের টাকা না মিটিয়ে মোদি সরকার সুপ্রিম কোর্টে চলে গেল।”

আরও পড়ুন-ওড়িশায় নাবালিকাকে গণধর্ষণ, পলাতক ২

১০০ দিনের টাকা নিয়ে বাংলাকে বঞ্চনা করেছে কেন্দ্র। অভিষেকের নেতৃত্বে আগেও দিল্লিতে আন্দোলন করেছেন তৃণমূল সাংসদরা। ২০২৪ সালের লোকসভাতেও ১০০দিনের কাজ নিয়ে বাংলার বঞ্চনার অভিযোগ তুলে কেন্দ্রের বিরুদ্ধে ভোটের প্রচার করে তৃণমূল। বাংলার শাসকদলের অভিযোগ, ভোটে জিততে না-পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। এদিন দিল্লিতেও অভিষেক (Abhishek Banerjee) জানান, ১০০ দিনের কাজের বকেয়ার দাবি নিয়ে বর্তমান গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করতে চান তাঁরা। ৩৫ হাজার কোটি বকেয়া রয়েছে। এর জন্য সময় চাইছেন অভিষেক।

আরও পড়ুন-”পশ্চিমবঙ্গের শ্রমিকদের ফেরাবে রাজ্য সরকার, শ্রমিকদের পুনর্বাসনের জন্য ‘শ্রমশ্রী”’, ঘোষণা মুখ্যমন্ত্ৰীর

এদিকে বাংলার বিরোধিতার প্রমাণ দিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল কেন্দ্র। গরিব মানুষের রোজগারের জন্য ১০০ দিনের কাজ চালুর নির্দেশ দিয়েছিল কলকাতা হাই কোর্ট। এনিয়ে যথেষ্ট ভর্ৎসনা করেই হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল, মানুষের কর্মসংস্থানে অগ্রাধিকার দিয়ে অগাস্ট থেকেই ১০০ দিনের প্রকল্পে কাজ চালু করতে হবে। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সোমবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। এই মামলা গৃহীত হয়েছে। চলতি সপ্তাহে শুনানির সম্ভাবনা।

কলকাতা ফিরে কেন্দ্রের এই বাংলা বিরোধিতা দিয়ে আক্রমণ করে তৃণমূলের লোকসভার নেতা বলেন, ”১ অগাস্ট থেকে ১০০ দিনের টাকা শুরু করতে হবে নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের দাবি ছিল বাংলাকে যেভাবে বঞ্চিত করা হয়েছে সেই পাওনা আগে মেটাতে হবে। আগের টাকা না মিটিয়ে সরকার সুপ্রিম কোর্টে চলে গেল। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কেন্দ্র সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে। গত তিন-চার বছর ধরে ১০০ দিনের কাজে বাংলাকে বঞ্চিত করে রাখা হয়েছে। হাইকোর্ট ফের বাংলায় ১০০ দিনের কাজের প্রকল্প চালু করতে বলেছে। সেটা আটকাতে এবার কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছে। তবে কেন্দ্রকে এই প্রকল্পে আগের বকেয়া টাকাও পশ্চিমবঙ্গকে দিতে হবে। বাংলার মানুষকে বঞ্চিত করতেই কেন্দ্র এই পথে হাঁটছে। এই কারণেই আমরা বিজেপিকে বাংলা-বিরোধী বলি।”

Latest article