প্রতিবেদন: সারা দেশেই বাড়ছে ইলেকট্রিক ভেহিকেল বা ইভির চাহিদা৷ পেট্রোল -ডিজেল ও সিএনজি গাড়িকে পিছনে ফেলে যেভাবে এই ইভি গাড়ির চাহিদা বাড়ছে সেই তুলনায় গাড়িগুলির চার্জিং স্টেশন বাড়ানো হচ্ছে কি? লিখিত প্রশ্নের মাধ্যমে মোদি সরকারের থেকে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য চেয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষে বাহন পোর্টালে নথিভুক্ত ইভির সংখ্যা ছিল ৪,৬০,৭৫৯৷ পরের বছর অর্থাত্ ২০২২-২৩ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় ১১,৮৫,৬৪৫৷
আরও পড়ুন-দশ বছরে ইডির মামলা হয়েছে ১৯৩, দোষী ২!
২০২৩-২৪ অর্থবর্ষে গোটা দেশে রেজিস্টার্ড ইভির সংখ্যা ১৬, ৮২,৯৫৯৷ এই প্রসঙ্গেই কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, চলতি বছরের ১৭ মার্চ পর্যন্ত সারা দেশের বিভিন্ন প্রান্ত মিলিয়ে মোট ২৬,৩৬৭টি পাবলিক ইভি চার্জিং স্টেশন তৈরি করা হয়েছে৷ এখানেই উঠছে প্রশ্ন, গোটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রায় ১৭ লক্ষ ইলেকট্রিক ভেহিকেলের রিচার্জের জন্য মাত্র ২৬,০০০ পাবলিক চার্জিং স্টেশন কি যথেষ্ট? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে পারেন নি কেন্দ্রীয় মন্ত্রী।