প্রতিবেদন : মনরেগা ও আবাস যোজনা প্রকল্পে বাংলার ন্যায্য প্রাপ্য টাকা আটকে রাখার পরে সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়লেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ বিগত তিনটি অর্থবর্ষে বাংলাকে এক টাকাও দেয়নি মোদি সরকার৷ তারপরেও মঙ্গলবার লোকসভায় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান দাবি করেন বাংলাকে দেওয়া হয়েছে ৭৫০০ কোটি টাকা! শিবরাজের এই মিথ্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদরা৷ দলীয় সাংসদ বাপি হালদার কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহানের লিখিত উত্তরের প্রতিলিপি তুলে ধরে লোকসভায় জানান, মন্ত্রী নিজেই লিখিতভাবে জানিয়েছেন গত তিন বছরে তিনি কোনও টাকা দেননি বাংলাকে৷ তার পরেও কীভাবে তিনি এই মিথ্যাচার করছেন?
আরও পড়ুন-লন্ডনে শুরু হয়েছে শিল্প-সম্মেলন লগ্নি-কর্মসংস্থান বাড়াতে সেতুবন্ধন
শিবরাজের আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে লোকসভার ওয়েলে নেমে সোচ্চার হন তৃণমূল সাংসদরা৷ তাঁদের নেতৃত্বে ছিলেন লোকসভায় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তাঁদের সঙ্গে যোগ দেন কেরল এবং তামিলনাড়ুর সাংসদেরাও৷ বিরোধীশাসিত এই রাজ্য দুটিও কেন্দ্রীয় প্রকল্পের ন্যায্য বরাদ্দ পায়নি৷ বিরোধীদের এই প্রতিবাদের জেরে সাময়িকভাবে মুলতুবি করে দেওয়া হয় লোকসভার অধিবেশন৷
এর পরে সংসদের মকরদ্বারের বাইরে বেরিয়ে কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন তৃণমূল সাংসদেরা৷ মোদি সরকারের বিরুদ্ধে গর্জে উঠে সরাসরি শিবরাজ সিং চৌহানকে নিশানা করে তোপ দাগেন তাঁরা৷ গরিবের পেটে লাথি মারা নরেন্দ্র মোদি মুর্দাবাদ, গরিবের টাকা মেরে দেওয়া শিবরাজ সিং চৌহান মুর্দাবাদ— স্লোগান দেন তাঁরা৷ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগে তাঁকে ‘দালাল’ বলে অভিযোগ করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল কংগ্রেসের সাংসদদের প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ দেখে কংগ্রেসও একই ইস্যুতে বিক্ষোভ দেখাতে শুরু করে৷ কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নিজে এগিয়ে এসে তৃণমূল সাংসদ বাপি হালদার ও অন্যদের প্রশংসা করেন সংসদে দাঁড়িয়ে মোদি সরকারের মুখোশ খুলে দেওয়া হয়েছে বলে৷ তৃণমূলের তরফে জানানো হয়েছে বাংলার বকেয়া ন্যায্য প্রাপ্য টাকার দাবিতে তাদের আন্দোলন চলবে৷ এই ইস্যুতে সংসদের ভিতরে ও বাইরে দু জায়গাতেই প্রতিবাদে সোচ্চার হবেন তৃণমূল নেতা-সাংসদরা৷