পোর্ট অফ স্পেন, ২১ জুলাই : ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে চালকের আসনে ভারত। প্রথমে ব্যাট করে ভারত করে ৪৩৮ রান। দ্বিতীয় দিন চা বিরতির আগেই ভারতের প্রথম ইনিংস শেষ হয়।
প্রথম দিন যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই একই ছন্দে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান বিরাট কোহলি (Virat kohli) ও রবীন্দ্র জাদেজা। মাইলফলকের ম্যাচে সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়েছিলেন বিরাট। তিন অঙ্কের রানে পৌঁছতে বেশি সময় নেননি। সেঞ্চুরি পূর্ণ করেই কুইন্স পার্ক ওভালের দর্শকদের ঝুঁকে সেলাম জানালেন বিরাট। দুই দেশের মধ্যে শততম টেস্ট, নিজের ৫০০তম আন্তর্জাতিক ম্যাচ– এমন একটা ঐতিহাসিক মুহূর্তে সেঞ্চুরির সংখ্যায় প্রবাদপ্রতিম ডন ব্র্যাডম্যানকে ছুঁয়ে ফেললেন কিং কোহলি। ব্যক্তিগত ৯৬ রানে যখন দাঁড়িয়েছিলেন, ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার জোসুয়া ডি’সিলভা চেষ্টা করছিলেন বিরাটের মনসংযোগে বিঘ্ন ঘটাতে। ওভারের শেষ বলে সিঙ্গলস নিয়ে ৯৭ রানে পৌঁছন বিরাট। পরের ওভারে, ইনিংসে নিজের ১৮০তম ডেলিভারিতে অনবদ্য কভার ড্রাইভে টেস্ট কেরিয়ারের ২৯তম সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এমন একটি মাঠে স্যার ডনের কীর্তি স্পর্শ করলেন, যেখানে তিনটি ওয়ান ডে সেঞ্চুরি রয়েছে বিরাটের।
উল্টোদিক থেকে প্রাক্তন ভারত অধিনায়ককে যোগ্য সঙ্গত করে যাচ্ছিলেন জাদেজা। বিরাটের (Virat kohli) সেঞ্চুরির পর হাফ সেঞ্চুরি করেন জাদেজা। বিরাটের সঙ্গে মিলে দলকে বড় রানের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু মুহূর্তের ভুলে রান আউট হয়ে ফিরতে হয় বিরাটকে। ওয়ারিকানের বল স্কোয়্যার লেগ অঞ্চলে মেরে সিঙ্গলস নিতে যান বিরাট। প্রথমে খানিকটা থমকে যান তিনি। বল ধরে সরাসরি উইকেটে মারেন আলজারি জোসেফ। তখনও ক্রিজে পৌঁছতে পারেননি বিরাট। টেস্ট কেরিয়ারে এই নিয়ে তিনবার রান আউট হলেন। ১২১ রান করেন বিরাট। পঞ্চম উইকেট জুটিতে ১৫৯ রান ওঠে।
লাঞ্চের আগেই ষষ্ঠ উইকেট হারায় ভারত। ৬১ রান করে আউট হন জাদেজা। কেমার রোচের বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটরক্ষকের কাছে যায়। টেস্ট অভিষেকে শুরুটা ভালই করেছিলেন সাত নম্বরে ব্যাট করতে নামা ঈশান কিসান। কিন্তু ২৫ রান করে জেসন হোল্ডারের বলে আউট হয়ে ফেরেন। তবে ভারত ৪০০ রানের গণ্ডি টপকাতে পারল রবিচন্দ্রন অশ্বিনের জন্য। ব্যাট হাতেও ফের প্রমাণ করলেন টেস্ট দলে তাঁর অপরিহার্যতা। ৭৮ বলে লড়াকু ৫৬ রান করে যান। ওয়েস্ট ইন্ডিজের সফল দুই বোলার রোচ ও ওয়ারিকন। দু’জনের ঝুলিতেই ৩টি করে উইকেট।
আরও পড়ুন- পরাজিত হয়েছে রামধনু জোট