দেশে তৈরি ক্যানসারের টিকা

Must read

প্রতিবেদন : দেশের চিকিৎসা বিজ্ঞানে বিপ্লব। করোনা টিকার পর এবার দেশেই তৈরি হল সার্ভিক্যাল ক্যানসারের ভ্যাকসিন (Cervical Cancer Vaccine)। আগামী কয়েক মাসের মধ্যে তা খোলা বাজারে এসে যাবে। এই ভ্যাকসিনের দামও থাকছে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে। দাম হবে ২০০ থেকে ৪০০ টাকার মধ্যে। ভ্যাকসিন (Cervical Cancer Vaccine) তৈরির খবর দিয়েছেন কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জিতেন্দ্র সিং। জরাযুর ক্যানসার রোধে এই টিকা খুব শিগগির দেশে চালু হয়ে যাবে। সেরাম ইনস্টিটিউট ও কেন্দ্রের ডিপার্টমেন্ট অব বায়োটেকনোলজি যৌথভাবে এই টিকা প্রস্তুত করেছে। সেরামের সিইও আদর পুনাওয়ালা সংবাদমাধ্যমকে বলেছেন, টিকা তৈরির পর ছাড়পত্র পাওয়ার জন্য ড্রাগ কন্ট্রোলার অব ইন্ডিয়ার কাছে পাঠানো হয়েছিল। সঙ্গে দেওয়া হয়েছিল টিকার ক্লিনিক্যাল ট্রায়ালের রিপোর্ট। সব কিছু খতিয়ে দেখে ডিসিজিআই টিকা ব্যবহারে ছাড়পত্র দিয়েছে।

আরও পড়ুন: হেঁশেলে আগুন, টম্যাটো ৫০০ টাকা, পেঁয়াজ ৪০০ টাকা কেজি

Latest article