তদন্তের আওতায় এবার চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি

Must read

নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই বিতর্কের কেন্দ্রে বিজেপি শাসিত হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় (al falah university)। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি জঙ্গি ডাক্তারদের নেটওয়ার্ক চলছিল তা উঠে আসছে তদন্তে। ইডির জালে বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তা ধরা পড়ার পর এবার তদন্ত শুরু হল দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়ানো এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি নিয়েও। বেআইনি নির্মাণের অভিযোগে আল-ফালাহ (al falah university) কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল মধ্যপ্রদেশের মহু ক্যান্টনমেন্ট বোর্ড। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মহু ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আল-ফালাহ গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির পরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তির মালিক এবং আইনি শরিকদের নোটিশ পাঠানো হয়েছে। মহুর মুকেরি মহল্লা এলাকায় অবস্থিত একটি বাড়িকে ঘিরে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, বেআইনিভাবে ওই ভবনটি গড়া হয়েছে। পাশাপাশি, ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আগামী তিনদিনের মধ্যে ওই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ক্যান্টনমেন্টের ইঞ্জিনিয়ার এইচএস কালোয়া বলেন, আমরা জাভেদ আহমেদ সিদ্দিকির বাবা মরহুম মৌলানা হাম্মাদের বাড়িতে নোটিশ পাঠিয়েছি। এর আগেও ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে ১৯৯৬ এবং ১৯৯৭ সালে ওই সম্পত্তির মালিককে বোর্ডের তরফে একাধিক বার চিঠি পাঠানো হয়েছিল। সেই সময়ও অবৈধ নির্মাণটি ভেঙে ফেলতে বলা হয়। কিন্তু, বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। তবে এবার লালকেল্লা কাণ্ডের পর কড়া প্রশাসন। মাত্র তিনদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে ভবন ভাঙার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-বিজেপি-র গুন্ডাদের হাতে আক্রান্ত ভগবানপুরের তৃণমূলের ২ বিএলএ

Latest article