জাতীয়

তদন্তের আওতায় এবার চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি

নয়াদিল্লি: লালকেল্লা বিস্ফোরণ কাণ্ডের পর থেকেই বিতর্কের কেন্দ্রে বিজেপি শাসিত হরিয়ানার ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয় (al falah university)। এই বিশ্ববিদ্যালয়কে ঘিরে একটি জঙ্গি ডাক্তারদের নেটওয়ার্ক চলছিল তা উঠে আসছে তদন্তে। ইডির জালে বিশ্ববিদ্যালয়ের শীর্ষকর্তা ধরা পড়ার পর এবার তদন্ত শুরু হল দিল্লি বিস্ফোরণকাণ্ডে নাম জড়ানো এই বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের পারিবারিক সম্পত্তি নিয়েও। বেআইনি নির্মাণের অভিযোগে আল-ফালাহ (al falah university) কর্তৃপক্ষকে নোটিশ পাঠাল মধ্যপ্রদেশের মহু ক্যান্টনমেন্ট বোর্ড। সংবাদসংস্থা সূত্রে জানা গিয়েছে, মহু ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আল-ফালাহ গ্রুপের চেয়ারম্যান জাভেদ আহমেদ সিদ্দিকির পরিবারের একটি ব্যক্তিগত সম্পত্তির মালিক এবং আইনি শরিকদের নোটিশ পাঠানো হয়েছে। মহুর মুকেরি মহল্লা এলাকায় অবস্থিত একটি বাড়িকে ঘিরে বিতর্কের সূত্রপাত। অভিযোগ, বেআইনিভাবে ওই ভবনটি গড়া হয়েছে। পাশাপাশি, ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে আগামী তিনদিনের মধ্যে ওই ভবনটি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর। ক্যান্টনমেন্টের ইঞ্জিনিয়ার এইচএস কালোয়া বলেন, আমরা জাভেদ আহমেদ সিদ্দিকির বাবা মরহুম মৌলানা হাম্মাদের বাড়িতে নোটিশ পাঠিয়েছি। এর আগেও ১৯২৪ সালের ক্যান্টনমেন্ট আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে ১৯৯৬ এবং ১৯৯৭ সালে ওই সম্পত্তির মালিককে বোর্ডের তরফে একাধিক বার চিঠি পাঠানো হয়েছিল। সেই সময়ও অবৈধ নির্মাণটি ভেঙে ফেলতে বলা হয়। কিন্তু, বারবার নোটিশ পাঠানো সত্ত্বেও তারা কর্ণপাত করেননি। তবে এবার লালকেল্লা কাণ্ডের পর কড়া প্রশাসন। মাত্র তিনদিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্দেশ না মানলে ক্যান্টনমেন্ট বোর্ডের তরফে স্বতঃপ্রণোদিত ভাবে ভবন ভাঙার কাজ শুরু করা হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-বিজেপি-র গুন্ডাদের হাতে আক্রান্ত ভগবানপুরের তৃণমূলের ২ বিএলএ

Jago Bangla

Recent Posts

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

12 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

48 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

57 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago