সংবাদদাতা, আসানসোল : পুলিশের ভয়ে বাড়ি ছেড়ে বেপাত্তা বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারি। টিকি পাওয়া গেল না তাঁর স্বামী জিতেন্দ্র তেওয়ারিরও। কম্বল-কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আগেই বাড়িতে নোটিশ লটকে এসেছিল। সেই অনুযায়ী আজ গেলে দেখা যায় দরজায় তালা। ঘণ্টাখানেক বাড়ির সামনেই দাঁড়িয়ে ফিরে আসতে হয় পুলিশ আধিকারিকদের।
আরও পড়ুন-প্রকল্পের সুবিধে না পেলে দুয়ারে সরকারে আনুন, খানাকুলে কর্মী সম্মেলনে মন্ত্রী শশী পাঁজা
মঙ্গলবার সকাল ১০টা নাগাদ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি (সেন্ট্রাল ২) শ্রীমন্ত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সাত সদস্যের একটি দল জিতেন্দ্রর ফ্ল্যাটে যান। ওঁর স্ত্রী ২৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালিকে জিজ্ঞাসাবাদ করতে চেয়ে সময়ও দেওয়া হয়েছিল। ফ্ল্যাট তালাবন্ধ থাকায় হল না।
শুভেন্দু অধিকারীর শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে এক শিশু-সহ তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় এক ডেকরেটর কর্মী-সহ ছয় বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এফআইআরে নাম রয়েছে অনুষ্ঠানের উদ্যোক্তা প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারি ও তাঁর স্ত্রী চৈতালির নামও।