প্রতিবেদন : পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। কাজ চলছে জোরকদমে। পর্যটক এবং ভক্তদের কাছে যা বড় আকর্ষণ হয়ে উঠছে। পুরীর মতো এখানেও একই রীতি মেনে হবে পুজো। এরই মাঝে এবার ওল্ড দিঘায় জগন্নাথের মাসির বাড়ি যাওয়ার রাস্তায় তৈরি হচ্ছে চৈতন্যদ্বার। জগন্নাথ মন্দিরের লাগোয়া পথেই এই দ্বার তৈরি হচ্ছে।
আরও পড়ুন-রহস্য! ১৯ দিন পরেও গণনা শেষ হয়নি ক্যালিফোর্নিয়ায়
ইতিমধ্যে প্রশাসনিক কর্তারা জায়গা মাপজোক করে গিয়েছেন। এর জন্য প্রায় চার কোটি টাকা খরচ হবে বলে জানা গিয়েছে। চৈতন্যদ্বার তৈরির কাজ কয়েকদিনের মধ্যেই কাজও শুরু হয়ে যাবে বলে খবর। দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনিবাহী অফিসার অপূর্বকুমার বিশ্বাস জানিয়েছেন, মাপজোকের কাজ শুরু হয়েছে। হিডকো এই কাজের দায়িত্বে। তাদের আধিকারিকরা সরেজমিনে পরীক্ষা করে দেখছেন। খুব তাড়াতাড়িই কাজ শুরু হবে। কাজ শেষ হয়ে গেলে জগন্নাথ মন্দিরের পাশাপাশি চৈতন্যদ্বারও আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।