প্রতিবেদন: জেল থেকে মুক্তির পর ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরছেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ইডির মামলায় গত সপ্তাহেই জেল থেকে মুক্তি পান তিনি। আর তারপরই মুখ্যমন্ত্রী পদে ফিরতে চলেছেন শিবু সোরেনের পুত্র। রাঁচিতে জোট সরকারের পরিষদীয় দলের বৈঠকের পর বুধবার সন্ধ্যাতেই রাজভবনে গিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন চম্পাই সোরেন। তাঁকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-আমেরিকায় গ্রেফতার বাঙালি মহিলা চিকিৎসক
চম্পাইয়ের জায়গায় ফের শপথ নিতে চলেছেন হেমন্ত সোরেন। জমি দুর্নীতির মামলায় ইডির হাতে গ্রেফতার হয়ে জেলে যাওয়ার আগে হেমন্ত তাঁর দায়িত্ব তুলে দেন দলের প্রবীণ নেতা চম্পাই সোরেনকে। বুধবার জেএমএম, কংগ্রেস ও আরজেডির পক্ষ থেকে শাসক জোটের পরিষদীয় দলের নেতা ঘোষণা করা হয় হেমন্তকে। রাঁচিতে চম্পাই সোরেনের বাসভবনেই ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতৃত্বে জোট সরকারের এই বৈঠক বসেছিল। সেখানেই সর্বসম্মতিতে হেমন্তকে মুখ্যমন্ত্রী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।