চ্যাম্পিয়ন জাগোবাংলা, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জাগোবাংলার হয়ে দু’টি গোল করেন দীপ সাহা ও সৌরভ শীল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন সৌরভ

Must read

প্রতিবেদন : কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের মিডিয়া ফুটবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন জাগোবাংলা। রুদ্ধশ্বাস ফাইনালে দিন দর্পণকে টাইব্রেকারে ২-১ গোলে হারায় জাগোবাংলা। অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের কোচ সঞ্জয় সেন। ফাইনালের আগে দু’দলকে উজ্জীবিত করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ছিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত, স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, শান্তি মল্লিক-সহ অন্যরা।

আরও পড়ুন-রোহিতই অধিনায়ক, প্রশ্ন শামিকে নিয়ে, ১২ই চ্যাম্পিয়ন্স ট্রফির দল নির্বাচন

টুর্নামেন্টে একটিও গোল না খেয়ে ক্লিন-শিট রেখেছে জাগোবাংলা। নির্ধারিত সময়ে খেলা গোলশূন্য থাকার পর টাইব্রেকারে জাগোবাংলার হয়ে দু’টি গোল করেন দীপ সাহা ও সৌরভ শীল। টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছেন সৌরভ। ফাইনালের সেরা দীপ। জাগোবাংলার হয়ে খেলেন দেবস্মিত মুখোপাধ্যায়, চিত্তরঞ্জন খাঁড়া, অভি রাও, সৌরভ শীল, দীপ সাহা, সায়ন্তন বন্দ্যোপাধ্যায়, ঋতম পাল এবং অর্ঘ্য সামন্ত। ম্যানেজার পার্থসারথি সাহা। ওয়েব মিডিয়া বিভাগে ফাইনালে উঠেও রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হল বিশ্ববাংলা সংবাদকে। ফাইনালে স্পোর্টস লাইটের কাছে ০-১ গোলে হেরে যায় তারা। এদিকে, প্রথমবার মহিলা ফুটবলারদের প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হল। ফুটবলারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়ামন্ত্রী।

Latest article