প্রতিবেদন : কেরলকে হারিয়ে ফুটবলে বাংলা ফের ভারতসেরার সম্মান পেতেই উচ্ছ্বাসে ভেসে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরই হায়দরাবাদে বাংলার কোচ সঞ্জয় সেন ও অধিনায়ক চাকু মাণ্ডিকে ফোনে অভিনন্দন জানান ক্রীড়ামন্ত্রী। তার আগেই অভিনন্দন বার্তায় ক্রীড়ামন্ত্রী বলেন, “দীর্ঘ ৮ বছর পর সন্তোষ ট্রফি জিতল বাংলা। কেরলের মতো শক্তিশালী দলকে হারিয়ে এই নিয়ে ৩৩ বার ভারতসেরা হল বাংলা। সঞ্জয় সেনের অসামান্য কোচিং এবং চাকু মাণ্ডির অধিনায়কত্বে ফুটবলারদের অনবদ্য পারফরম্যান্সের ফলেই এই জয়। বাংলাকে আবার ভারতসেরা করার জন্য কোচ, ফুটবলার ও কর্মকর্তাদের জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। জয় বাংলা।”
বুধবার রাত ৮টায় কলকাতায় ফিরবে সন্তোষজয়ী বাংলা দল। চ্যাম্পিয়নদের বরণ করে নিতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বয়ং ক্রীড়ামন্ত্রী। পরে কোচ, ফুটবলারদের আর্থিক পুরস্কার ও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের। জমকালো সংবর্ধনা দিতে চায় আইএফএ-ও। আট বছর পর সন্তোষে ট্রফির খরা কাটায় হাঁফ ছেড়ে বাঁচলেন সুব্রত ভট্টাচার্য, মনোরঞ্জন ভট্টাচার্য, ভাস্কর গঙ্গোপাধ্যায়রা। সুব্রত, ভাস্কররা বলছেন, বাংলা তার নিজের জায়গা ফিরে পেল। ফুটবলারদের সঙ্গে কোচ সঞ্জয় সেনকেও কৃতিত্ব দিচ্ছেন তাঁরা।