কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গ যখন গরমে ফুটছে তখন বৃষ্টির দাপট উত্তরবঙ্গ জুড়ে। উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ারে রবিবার ভারী বৃষ্টি হয়েছে। এর মধ্যে প্রবল শিলাবৃষ্টি হল ইসলামপুরে। কলকাতায় বৃষ্টির কোনও দেখা নেই। আগামী চারদিন একই পরিস্থিতি (Weather Update) চলবে দক্ষিণবঙ্গে। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণের কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া। দক্ষিণের বাকি জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া (Weather Update) দফতর। তবে বৃহস্পতিবার কলকাতা ও আশপাশের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গরমের জ্বালানির মধ্যে এটাই কিছুটা ভাল খবর শহরবাসীর জন্য।