শনিবার রাতে হালকা বৃষ্টির চলেছে। রবিবার সকালে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, রবিবার রাজ্যে আবহাওয়া থাকবে দুর্যোগপূর্ণ।দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই ছয় জেলাতে তুলনামূলক ভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টি হতে পারে। এদিকে গাঙ্গেও পশ্চিমবঙ্গের বাকি সব জেলাতেই আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতে আজ ঝড় বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-২৩ মার্চ থেকে শুরু কাউন্সেলিং
অন্য দিকে রবিবার ভোর থেকে উত্তরের জেলায় জেলায় ভারী বৃষ্টি শুরু। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি এবং কোচবিহার, এই পাঁচ জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের ১০ থেকে ১১ জেলায়। এছাড়া ঝোড়ো হাওয়া বইবে ৩০ ৪০ কিমি বেগে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গুজরাট থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি অক্ষরেখা। এর জন্যই ঝড়-বৃষ্টি হচ্ছে।