প্রতিবেদন : এবার বঙ্গে প্রবেশ করবে পুবালি হাওয়া। গোটা দেশ থেকেই বর্ষার বিদায় ঘণ্টা বেজে গেছে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ থাকবে পরিষ্কার। তবে সপ্তাহান্তে হাওয়া বদলের পূর্বাভাস রয়েছে। কনকনে শীত পড়ার আগে ফের বৃষ্টি হবে। যদিও সোমবার থেকে ফের আকাশ পরিষ্কার হবে।
আরও পড়ুন-কালীপুজোয় শহরজুড়ে নিষিদ্ধ বাজির কেনা-বেচা নিয়ে সতর্কতা নগরপালের
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় মূলত পরিষ্কার আকাশ থাকবে। তবে দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় শনি ও রবিবার বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে কমবে। গোটা রাজ্য জুড়ে সকালের দিকে কিছু এলাকায় হালকা কুয়াশা এবং রাতের দিকে শিশির পড়ার সম্ভাবনা রয়েছে। যদিও তার জন্য তাপমাত্রার খুব একটা হেরফের হবে না।