প্রতিবেদন : পলকে বদলাচ্ছে আবহাওয়া। কখনও লাগাতার বৃষ্টিতে নাজেহাল হচ্ছে মানুষ, আবার কখনও জারি হচ্ছে তীব্র তাপপ্রবাহের সতর্কতা। মে মাসের শুরুতে কয়েকদিন টানা বৃষ্টির পর আবারও রাজ্যে ফিরেছে তাপপ্রবাহ। উত্তরের কয়েকটি জেলা-সহ সপ্তাহান্ত পর্যন্ত রাজ্যের ৬ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। তবে তাপপ্রবাহের মধ্যেই কলকাতা-সহ দক্ষিণের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহের সোম ও মঙ্গলবার রাজ্যের সব জেলাতেই কমবেশি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন-মৃত্যু নিয়ে বিজেপির নোংরা রাজনীতি ফাঁস
পাশাপাশি আগামী ২৩ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপর নিম্নচাপ অক্ষরেখা তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। এদিকে বর্ষা নিয়েও সুখবর দিয়েছে মৌসম ভবন। হাওয়া অফিস বলছে, নির্ধারিত সময়ের আগেই আগামী ১৯ মে রবিবার আন্দামান ও নিকোবরে প্রবেশ করবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। দেশের মূল ভূখণ্ডেও নির্ধারিত সময়ের একদিন আগেই ঢুকে যাবে বর্ষা। সেই মতো জুনের প্রথম সপ্তাহের শেষে কিংবা দ্বিতীয় সপ্তাহের শুরুতেই রাজ্যেও বর্ষার আগমন ঘটবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত।