প্রতিবেদন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। যার জেরে শীতের আমেজের মধ্যেও রাজ্যে ফের ঝড়বৃষ্টির আশঙ্কা। ডিসেম্বরের শুরুতেই ভারী বৃষ্টিতে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলা। টানা তিনদিন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার দফতর সূত্রে জানা গিয়েছে, বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণাবর্তে পরিণত হতে চলেছে।
আরও পড়ুন : ওয়ার্ডের বাসিন্দাই এজেন্ট
তার জেরেই প্রবল বৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে। সপ্তাহ শেষে ভারী বৃষ্টির পাশাপাশি ঘূর্ণিঝড়ের সম্ভাবনাও রয়েছে এ রাজ্যে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। ওড়িশা এবং অন্ধ্র উপকূলের দিকে সরে যাবে এই ঘূর্ণাবর্ত। এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও। মূলত, পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনার মতো তিন জেলায় বৃষ্টিপাতের সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, ৩ তারিখ শুক্রবার সকাল থেকেই হালকা বৃষ্টি শুরু হবে পূর্ব মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম ও হাওড়াতে। ৪ তারিখ থেকে বাড়বে বৃষ্টি।