প্রতিবেদন : কলকাতা-সহ রাজ্য জুড়ে নেমেই চলেছে তাপমাত্রা। সন্ধে থেকে পরের দিন ভোর রাত পর্যন্ত থাকছে শীতের আমেজ। কিন্তু বেলা বাড়লেই উধাও শীতের আমেজ। সেই সঙ্গে বাড়ছে তাপমাত্রা। শীত কবে আসবে, তা নিয়ে হাওয়া অফিস এখনও নির্দিষ্ট করে কিছু বলতে না পারলেও শীত যে খুব বেশি দূরে নয়, তা নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু এরই মধ্যে ফের নিম্নচাপ। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আরও শক্তিশালী হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যাবে বলেই পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুন : টেলিমেডিসিনে প্রথম বাংলা
সরাসরি এক কোনও প্রভাব না পড়লেও পরোক্ষ প্রভাবে প্রচুর জলীয় বাষ্প ঢুকতে পারে এ রাজ্যে। এর জেরে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে আগামী সপ্তাহের শেষের দিকে আবহাওয়ার কিছু পরিবর্তন হতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ আপাতত দক্ষিণ-পূর্ব আরব সাগরে অবস্থান করছে। শক্তি বাড়িয়ে এটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। সেটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। ভোরের দিকে কোথাও কোথাও সামান্য কুয়াশাও পড়ছে। রাতে ও সকালের দিকে রীতিমতো ঠান্ডা লাগছে। এরকম পরিস্থিতি আগামী কয়েকদিন চলবে। অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক ও শীতল আবহাওয়াই চলবে।