নিম্নচাপের জেরে অতিবৃষ্টি রাজ্যে দুর্যোগ লক্ষ্মীতেও

পুজোয় খুব একটা দাপট না দেখালেও নবমী নিশি থেকেই নিজের খেল দেখিয়েছে আবহাওয়া। দশমীর সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি।

Must read

প্রতিবেদন : পুজোয় খুব একটা দাপট না দেখালেও নবমী নিশি থেকেই নিজের খেল দেখিয়েছে আবহাওয়া। দশমীর সকাল থেকেই শুরু হয়েছে ব্যাপক ঝড়-বৃষ্টি। তবে পুজো কাটলেও দুর্যোগের মেঘ কাটেনি। বরং আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি-ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে, কলকাতাতেও চলবে বৃষ্টি। তবে শুধু উত্তর নয় দক্ষিণের জেলাতেও আগামী একসপ্তাহ ধরে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া চলতে থাকবে। বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে সেটি ওড়িশা দিয়ে স্থলভাগে প্রবেশ করেছে। এর ফলে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগর উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও হলদিয়া বন্দরেও সতকর্তা জারি করা হয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে—

আরও পড়ুন-পুজো শেষ হতেই কার্নিভালের প্রস্তুতি শুরু রেড রোডে

শনিবার : দক্ষিণের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হবে, মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতা। ঝোড়ো হাওয়ার গতি ৩০-৪০ কিমি বেগে পৌঁছোতে পারে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। রবিবার : বীরভূমে অতি-ভারী বৃষ্টি, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ভারী বৃষ্টি। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া-সহ বৃষ্টি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী থেকে অতি-ভারী বৃষ্টি। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি। সোমবার : বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ঝোড়ো হাওয়া-সহ বজ্র-ঝড়। কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি। অন্যান্য জেলায় হালকা-মাঝারি বৃষ্টি। মঙ্গলবার : হালকা থেকে মাঝারি বৃষ্টি। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্র-ঝড়ের সম্ভাবনা। বুধ ও বৃহস্পতিবার : সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি।

Latest article