চন্দননগরের জয়ী প্রার্থী সিপিএমের কোনও সদস্যই নন

Must read

প্রতিবেদন : জয়ের নেপথ্যে অন্য কাহিনি। চন্দননগর (Chandannagar- CPM) পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে জয়ে আসলে বিন্দুমাত্র কৃতিত্ব নেই সিপিএমেরননt। লাল জমানার অত্যাচারের দুর্বিষহ যন্ত্রণা ভুলে মানুষ এখানে সিপিএমকে ভোট দিয়েছে, এমন কথা ভাবারও কোনও কারণ নেই। অবাক হওয়ারই কথা, কিন্তু সত্যি কথাটা হল, জয়ী সিপিএম (Chandannagar- CPM) প্রার্থী অশোক গঙ্গোপাধ্যায় আসলে সিপিএমের কেউ নন। প্রাথমিক সদস্যপদও নেই তাঁর। তবে তাঁকে দাঁড় করানো হয়েছে সিপিএমেরই প্রতীকে। আরও স্পষ্টভাবে বললে, নিছক অস্তিত্ব রক্ষার তাগিদেই তাঁকে সামনে খাড়া করেছে পার্টি। আর প্রার্থী আদতে সিপিএম নন বলেই মানুষ তাঁকে ভোট দিয়েছেন। কারণ সিপিএম নেতৃত্ব হাড়ে হাড়ে টের পেয়েছিল যে চন্দননগরের মানুষ কখনোওই পার্টির কোনও পরিচিত মুখকে আদৌ গ্রহণ করবেন না। অনিল বসুর মতো স্বেচ্ছাচারী নেতার তাণ্ডব এখনও হুগলি জেলার মানুষ ভোলেননি, ভুলতে পারেন না। আরামবাগ, খানাকূল, গোঘাটে সিপিএমের হার্মাদ বাহিনীর নারকীয় সন্ত্রাসের দগদগে ঘা শুকোয়নি আজও। তাই পার্টির বাইরে থেকেই প্রার্থী আমদানি করেছিল সিপিএম। কোনওরকমে জিতে গিয়ে এখন নিজেদের জাহির করতে চাইছে সিপিএম। এলাকার মানুষের কাছে আসল ছবিটা কিন্তু দিনের আলোর মতোই স্পষ্ট।

আরও পড়ুন: ট্যুইটারকে শেষ সুযোগ কেন্দ্রের

Latest article