অভিনব আলোয় সেজে উঠেছে চন্দননগর

আলোকসজ্জার অভিনবত্ব, ডিজাইনের বৈচিত্র্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই আলোর প্রদর্শনী আরও আকর্ষণীয় হয়ে উঠেছে।

Must read

সংবাদদাতা, হুগলি : কলকাতার দুর্গাপুজো ও বারাসত-নৈহাটির কালীপুজোর পর এবার ময়দানে নেমেছে আলোর শহর চন্দননগর। হুগলির এই শহর বরাবরই জগদ্ধাত্রী পুজোয় তার আলোকসজ্জার জন্য বিখ্যাত। শুধু চন্দননগরই নয়, জগদ্ধাত্রীর আরাধনায় আলোকসজ্জায় এক অসাধারণ নান্দনিক রূপ দেখা যায় পার্শ্ববর্তী এলাকা যেমন মানকুণ্ডু, ভদ্রেশ্বর-সহ সমগ্র অঞ্চলে। পুজোর সময় শহর জুড়ে আলোর বর্ণমালার এক বিস্ময়কর প্রদর্শনী দেখা যায়। চন্দননগরের এই আলোর খেলা মানুষের হৃদয়ে উৎসবের উল্লাস এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে।

আরও পড়ুন-ডাক্তারি পরীক্ষায় লাইভ স্ট্রিমিং, সিসিটিভি, সিদ্ধান্ত নিল রাজ্য

প্রতিবছরই স্থানীয় দর্শনার্থীদের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকদের মুগ্ধ করে। এই মনোমুগ্ধকর আলোকসজ্জা চন্দননগরের সংস্কৃতি, ঐতিহ্য এবং উৎসবের আনন্দকে আরও বেশি উজ্জ্বল করে তোলে। এবারও সেই আলোর উৎসবে মেতে উঠেছে চন্দননগর। আলোকসজ্জার অভিনবত্ব, ডিজাইনের বৈচিত্র্য এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এই আলোর প্রদর্শনী আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। শহরের কোনায় কোনায় এই আলোর রোশনাইয়ের মধ্যে নজর কাড়ছে পুজো মণ্ডপগুলির নিত্যনতুন ভাবনাও। আলোকসজ্জার পাশাপাশি বিভিন্নরকমের থিমের মাধ্যমে বড়বাজার সর্বজনীন, সার্কাস মাঠ সর্বজনীন, হালদারপাড়া (আদি), চারমন্দিরতলা সর্বজনীন, মানকুণ্ডু স্পোর্টিং ক্লাবের মতো চন্দননগরের নামকরা পুজো কমিটিগুলি একে অপরকে টেক্কা দিচ্ছে। ধারে-ভারে চন্দননগরের জগদ্ধাত্রী পুজো চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে কলকাতার বাঘা বাঘা দুর্গাপুজো কমিটিগুলিকেও।

Latest article