প্রতিবেদন: তাঁর কর্মজীবনের শেষদিকে কয়েকটি পদক্ষেপ ও মন্তব্য ঘিরে সমালোচনার ঝড় উঠেছিল। কিন্তু তা সত্ত্বেও সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের (D Y Chandrachud) আইনি জ্ঞান ও গভীরতা নিয়ে কোনও মহলের কোনও সংশয় নেই। আর এবার অবসরের পর আন্তর্জাতিক ক্ষেত্রে বড় দায়িত্ব পেলেন দেশের প্রাক্তন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। জার্মানির শক্তি উৎপাদনকারী সংস্থা উইনটারশ্যাল এবং রাশিয়ার মধ্যে মধ্যস্থতা করার ক্ষেত্রে নিয়োগ প্রধান কর্তৃপক্ষ হিসেবে নিযুক্ত হলেন তিনি। এটি জ্বালানি খাতে সহযোগিতায় এই বহুপাক্ষিক চুক্তি কাজ করে। ২০২৪ সালের নভেম্বরে প্রধান বিচারপতির পদ থেকে অবসর নেন ডি ওয়াই চন্দ্রচূড়। সাংবিধানিক প্রজ্ঞা, আধুনিকমনস্কতা এবং আন্তর্জাতিক আইন সম্পর্কে চর্চা থাকায় সমাদৃত তিনি। সেই কারণেই তিনি এই দায়িত্ব পেলেন বলে মনে করা হচ্ছে। বিভিন্ন দেশের আন্তর্জাতিক স্তরে গভীর আইনি জ্ঞান থাকা ব্যক্তিত্বদের মধ্যে থেকে এই পদে বেছে নেওয়া হয়। সেই তালিকায় নাম উঠল ভারতের প্রাক্তন প্রধান বিচারপতির।
যে পদ চন্দ্রচূড় (D Y Chandrachud) পেয়েছেন তা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশনের আওতাভুক্ত। বিনিয়োগকারী সংস্থা এবং সংশ্লিষ্ট দেশের মধ্যে আইনি জটিলতা দেখা দিলে তার সমাধান সূত্র বের করে এই সংগঠন। এতদিন ওই পদে ছিলেন এডুয়ার্ডো সিকুইরোজ। ২২ মে তিনি ইস্তফা দেন। সেই পদে এবার নিয়োগ করা হয়েছে চন্দ্রচূড়কে। এর পাশাপাশি ন্যাশনাল ল ইউনিভার্সিটিতে ডিস্টিংগুইশ্ড প্রফেসর হিসেবেও নিযুক্ত হয়েছেন প্রাক্তন প্রধান বিচারপতি।
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…