রাজ্যের কারামন্ত্রী হলেন বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)৷ এতদিন তিনি ক্ষুদ্র-মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী ছিলেন ৷ সেই সঙ্গে কারা দফতরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হল তাঁকে৷ এর আগে কারামন্ত্রী ছিলেন অখিল গিরি৷ বনদফতরের মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগে মন্ত্রিত্ব খোয়াতে হয় তাঁকে ৷ এতদিন কারা দফতর ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে৷ নবান্ন সূত্রে খবর, দফতরের নতুন মন্ত্রীর নাম প্রস্তাব করে রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়। সম্প্রতি রাজ্যপাল সেই অনুমোদন দিয়েছেন। তারই প্রেক্ষিতে বুধবার নতুন কারা মন্ত্রী হিসাবে চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha) নাম ঘোষণা করা হলো।
আরও পড়ুন- মেয়েদের রাত দখল: বিরোধীদের কর্মসূচির জেরে চলবে অতিরিক্ত মেট্রো!