নির্বিঘ্নেই শনিবার সন্ধে ৭টা বেজে ১২ মিনিটে চাঁদের কক্ষপথে ঢুকে পড়েছিল ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এরপর সেখান থেকে নিজের চোখ দিয়ে কীভাবে চাঁদকে দেখেছে চন্দ্রযান-৩, সেই ছবি সামনে আনল ইন্ডিয়ান স্পেস অ্যান্ড রিসার্চ অর্গানাইজেশন (ইসরো)। সেই অপূর্ব মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করল ইসরো। শনিবার সন্ধেয় চাঁদের কক্ষপথে ঢুকে পড়ে ভারতের মহাকাশযান চন্দ্রযান-৩। এবার তার কাজ হল চাঁদের থেকে দূরত্ব কমিয়ে আনা।
আরও পড়ুন-দিনের কবিতা
বেঙ্গালুরুতে ইসরোর মিশন অপারেশন কমপ্লেক্স থেকে চাঁদের গতিপথে অনুপুঙ্খ নজর রাখা হচ্ছে। এর মধ্যেই ইসরোর টেলিমিট্রি, ট্র্যাকিং অ্যান্ড কম্যান্ড নেটওয়ার্কের (ISTRACK) তত্ত্বাবধানে মহাকাশযান থেকে বার্তা এল পৃথিবীতে। চন্দ্রযান জানিয়েছে, চাঁদের মাধ্যাকর্ষণ শক্তি অনুভূত হচ্ছে। আগামী ২৩ অগাস্ট চাঁদের মাটিতে পা রাখবে চন্দ্রযান-৩। এখনও পর্যন্ত সবকিছু পরিকল্পনামাফিক চলছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন। এবার মোট চারবার চাঁদকে প্রদক্ষিণ করবে চন্দ্রযান -৩। প্রত্যেক বার পাক খেতে খেতে চাঁদের মাটির কাছাকাছি পৌঁছবে সেটি।