দিদির জন্যই সম্মানিত বাংলার মেয়েরা, খড়্গপুরে ভিড়ে ঠাসা কর্মিসভায় চন্দ্রিমা

আহ্বায়ক মামণি মান্ডি ছাড়াও ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা-সহ মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, খড়্গপুর : ২০২৬ সালের নির্বাচন বেশি দূরে নয়। তাই দলের প্রতিটি শাখাকেই সক্রিয়ভাবে নেমে পড়তে হবে ময়দানে। সেই লক্ষ্যেই মহিলা কর্মীদের চাঙ্গা করতে খড়্গপুরে কর্মিসভার আয়োজন করে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। রাজবাড়ি ময়দানের সভায় উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। জেলা তৃণমূল মহিলা সভানেত্রী মামণি মান্ডির ডাকে এদিনের সভায় দলের মহিলা কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল নজরকাড়া। সভায় আসন্ন বিধানসভা নির্বাচনে প্রচারের অভিমুখ কী হবে সেকথাই কার্যত জানিয়ে গেলেন চন্দ্রিমা।

আরও পড়ুন-২৬৮ বছরে পড়ল কর্মকার বাড়ির পুজো

তিনি বলেন, ‍‘‘খোকাকেও যেমন অধিকার দেওয়া হচ্ছে তার ভাগ্য নির্ধারণ করার জন্য। সে যতটা খুশি পড়াশোনা করবে। তেমনই খুকুকেও সাহায্য করা হবে। সেজন্যই কন্যাশ্রীর ব্যবস্থা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা মহিলারা যে সম্মান পেয়েছি, তা দিদির জন্যই। মেয়েরা চান সম্মান। রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক– সব দিক দিয়ে।’’
সারা পৃথিবীর মেয়েরা এখনও তা পায়নি। কিন্তু দিদির জন্য বাংলার মেয়েরা সেটা পেয়েছে। আগামী দিনে গ্রাম থেকে শহর— নির্বাচনী প্রচারের ময়দানে মেয়েদের সম্মান, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী প্রভৃতি প্রকল্পের কথা সবার সামনে প্রচারে তুলে ধরতে হবে এই কথাই যেন বুঝিয়ে গেলেন মন্ত্রী ও নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আহ্বায়ক মামণি মান্ডি ছাড়াও ছিলেন গড়বেতার বিধায়ক উত্তরা সিংহ হাজরা-সহ মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেস নেতৃত্ব।

Latest article