আগরতলা : ত্রিপুরায় শাসক দল বিজেপির গুন্ডারা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব যতই হুমকি দিন, ত্রিপুরার বিভিন্ন জেলায় প্রত্যেকদিনই অন্যান্য দল থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন নেতা-কর্মী-সমর্থকরা। মঙ্গলবারও অমরপুর বিধানসভা কেন্দ্রে প্রায় ১৫০ জন নেতা-কর্মী বিজেপি, কংগ্রেস, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এদিন সকালেই সুস্মিতা দেব অমরপুর যান।
আরও পড়ুন- ত্রিপুরায় চলছে দুয়ারে দানব, দাবি তৃণমূল কংগ্রেসের
মন্দিরে পুজো দিয়ে তিনি সেখানকার নেতা-কর্মীদের সঙ্গে কথা বলেন। অমরপুরে বেশ কিছু পুরনো নেতা-কর্মী-সমর্থক রয়েছেন, তাঁরা তো ছিলেনই। এছাড়াও যাঁরা সদ্য তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাঁদের সঙ্গে বৈঠক করেন সুস্মিতা দেব। হয় কর্মী বৈঠকও। আগামী দিনে তৃণমূল কংগ্রেস সাংগঠনিকভাবে কীভাবে এগোতে চাইছে কর্মী বৈঠকে তা তুলে ধরেন বাংলার মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুস্মিতা দেব।
এদিনই ত্রিপুরায় আসেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন দিনভর আগরতলায় ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিককে সঙ্গে নিয়ে দফায় দফায় বৈঠক করেন ঋতব্রত। ত্রিপুরায় নেমেই চন্দ্রিমা ভট্টাচার্য চলে যান অমরপুর। সুস্মিতা দেবের সঙ্গে সেখানে দলের কর্মী বৈঠকে যোগ দেন। তার আগে ত্রিপুরায় মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন, বিপ্লব দেবের নামের পাশে দেব আছে বলে তিনি দেবাদিদেব মহাদেব হয়ে যাননি। ত্রিপুরায় কোনও গণতন্ত্র নেই। এদিন যাঁরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তাঁদের দলে স্বাগত জানান চন্দ্রিমা ভট্টাচার্য।