প্রতিবেদন : হাসপাতাল থেকে রেফারের কারণ জানতে চাইলেন স্বাস্থ্য দফতরের রাষ্ট্রমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। এই রেফারকে ঘিরে ফের রোগীমৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ। এনআরএসে। মৃতের নাম মেঘনাদ চন্দ্র (২৬)। ফুটবল খেলতে গিয়ে কুঁচকিতে টান ধরে মেঘনাদের। বিভিন্ন হাসপাতাল থেকে তাঁকে রেফার করা হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। এনআরএসে তাঁর অপারেশন হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যু হয়। তাঁর বাড়ির লোকের অভিযোগ চিকিৎসার গাফিলতি। এই প্রসঙ্গেই চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) বলেন, আমি বাইরে। শুনেছি ঘটনাটি। জানতে চেয়েছি কী হয়েছে। যদি কেউ দোষ করে থাকে যথোপযুক্ত শাস্তি পাবে। মুখ্যমন্ত্রীর নির্দেশে রেফার বন্ধ করা হয়েছে। কিন্তু কী কারণে রেফার হয়েছে খতিয়ে দেখা হবে।