হিডকোর নয়া চেয়ারপার্সন চন্দ্রিমা ভট্টাচার্য

Must read

রাজ্যের আবাসন পরিকাঠামো উন্নয়ন পর্ষদ হিডকো-র নতুন চেয়ারপারসন হলেন অর্থ ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। মঙ্গলবার নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। কয়েক দিনের মধ্যেই তিনি হিডকো ভবনে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
নতুন দায়িত্ব পেয়ে চন্দ্রিমা বলেন, “আমায় এর জন্য উপযুক্ত মনে করেছেন মুখ্যমন্ত্রী। সে জন্য আমি কৃতজ্ঞ। জান-প্রাণ দিয়ে এই দায়িত্ব পালন করব।”

২০২১ সাল থেকে হিডকোর চেয়ারম্যান ছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তবে গত ডিসেম্বরে তাঁকে সরিয়ে হিডকোর কাজ সামলাচ্ছিলেন প্রাক্তন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পেলেন চন্দ্রিমা।

আরও পড়ুন-EPIC কার্ডকেও SIR-এর অন্তর্ভুক্ত করা উচিত, দাবি তৃণমূল সুপ্রিমোর

গত ডিসেম্বরে সিদ্ধান্ত হয়েছিল, হিডকো আর পুর ও নগরোন্নয়ন দফতরের অধীনে থাকবে না। আনা হবে প্রশাসনিক সংস্কার ও কর্মিবর্গ দফতরের অধীনে—যেটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই প্রশাসনিক দায়িত্ব আরও বেড়ে গেল উত্তর দমদমের বিধায়ক চন্দ্রিমার।

বর্তমানে তিনি অর্থ ও স্বাস্থ্য দফতরের প্রতিমন্ত্রী (Chandrima Bhattacharya), রাজ্যের বাজেট পেশ করেন এবং মহিলা তৃণমূলের সভানেত্রী হিসেবেও দায়িত্ব সামলান। এবার সেই তালিকায় যোগ হল হিডকোর চেয়ারম্যান পদ।

Latest article