সংবাদদাতা, বিরাটি : মঙ্গলবার বিকেলে উত্তর দমদম পুরসভার নবনগর চড়কতলা মাঠ থেকে অত্যাধুনিক নিকাশি ব্যবস্থার কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রীতিমতো ভিত পুজো দিয়ে নারকেল ফাটিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মন্ত্রী।
আরও পড়ুন-ক্ষমা চেয়ে মুক্ত হচ্ছেন অ্যাসেঞ্জ, উইকিলিক্স-কর্তার বন্দিদশা ঘুচছে
তিনি বলেন, এলাকার মানুষের দীর্ঘদিনের চাহিদা বাস্তবায়িত হতে চলেছে। বহু মানুষ উপকৃত হবেন এই অত্যাধুনিক নিকাশি নালা স্থাপনে। এই নলা শেষে ফতেশা খালে গিয়ে সংযোগ হবে। ৪ কোটি ৪৯ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই নিকাশি ব্যবস্থা। রাজ্য সরকার ও কেএমডিএ-র তত্ত্বাবধানে আগামী এক বছরের মধ্যে কাজটি শেষ হবে। এদিন উপস্থিত ছিলেন উত্তর দমদম পুরসভার প্রধান বিধান বিশ্বাস, পুরপারিষদ সদস্য দেবাশিষ ঘোষ, বিন্দুমাধব দাস, সৌমেন দত্ত, মহুয়া শীল, রাজর্ষি বসু, পিঙ্কু ভৌমিক ও কেএমডিএ-র আধিকারিক, ইঞ্জিনিয়ারস-সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।