সংবাদদাতা, নববারাকপুর : শিক্ষায় সার্বিক ভাবে সারা বাংলার সঙ্গেই দমদম উত্তর বিধানসভার উত্তর দমদম এবং নববারাকপুর পুরসভা নিদর্শন হিসেবে এগিয়ে চলেছে। বিশেষ করে নববারাকপুরে অনেক স্কুল, কলেজ রয়েছে। নববারাকপুর কলোনি গার্লস হাইস্কুলের এক ছাত্রী এবার উচ্চমাধ্যমিকে রাজ্যে ১৪তম স্থান পেয়েছে। আগামী দিনে ভারতবর্ষে তার ভূমিকা থাকবে। এলাকার এই এডুকেশনাল হাবকে আরও উন্নত করার চেষ্টা করব। সোমবার বিকেলে নববারাকপুর পুরসভার উদ্যোগে কৃষ্টি প্রেক্ষাগৃহে কৃতী বরণ অনুষ্ঠানে এই কথা বলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি আরও বলেন, বিধায়ক হিসেবে কৃতীদের সবসময়ই পাশে থাকব। বিধায়ক হিসেবে যা যা করার চেষ্টা করব। তাদের অন্তর দিয়ে ভালবাসব। তারা আরও বড় হোক। ভাল হোক। এলাকার উন্নতিসাধনে সবাই মিলে কাজ করব। শিক্ষা প্রদানে আরও বেশি পথ প্রশস্ত করার চেষ্টা করব।
আরও পড়ুন-কৈলাস মিশ্রর উদ্যোগে হাওড়ায় ফের সরকারি জমি পুনরুদ্ধার হল
মন্ত্রী বলেন, পুরসভা এলাকায় ৩৮০ জন কৃতী সন্তানদের সংবর্ধনার পাশাপাশি তাদের মায়েদের উৎসাহ প্রদান করছে। এটা একটা ভাল প্রয়াস। মায়েরা না থাকলে জীবনের প্রথম শিক্ষাদান হয় না। মা জীবনের প্রথম শিক্ষক হন। তাদের চেষ্টাতেই ছেলেমেয়েরা ভাল তৈরি হয়। তাদের স্বীকৃতি দেওয়ার প্রয়োজন। সেটা করছে পুরসভা। মায়েদের সংবর্ধনা অত্যন্ত আনন্দের বিষয়। কৃতী পড়ুয়াদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। বাংলার মুখ উজ্জ্বল করুক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরপ্রধান প্রবীর সাহা, উপ-পুরপ্রধান স্বপ্না বিশ্বাস, নববারাকপুর প্রফুল্ল চন্দ্র মহাবিদ্যালয়ে অধ্যক্ষ ড. সুনীল কুমার বিশ্বাস, ড. সৈয়দ রফিক আহমেদ, ডাঃ শশাঙ্ক পোদ্দার-সহ দুটি কলেজের অধ্যাপক, অধ্যাপিকা এবং শিক্ষক ও শিক্ষিকারা।