মহিলা কর্মীদের আহ্বান চন্দ্রিমার

এছাড়াও ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, জেলা মহিলা নেত্রী সবিতা রায়-সহ অন্যান্য মহিলা নেত্রীরা।

Must read

সংবাদদাতা, বসিরহাট : বসিরহাট সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শনিবার টাকি সংস্কৃতি মঞ্চে অনুষ্ঠিত হল কর্মিসভা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন বসিরহাট দক্ষিণের বিধায়ক ডাঃ সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, জেলা মহিলা নেত্রী সবিতা রায়-সহ অন্যান্য মহিলা নেত্রীরা।

আরও পড়ুন-দুর্গতদের হাতে হাতে মিলছে সরকারি নথি

এদিনের কর্মিসভায় মহিলা তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিধানসভা নির্বাচনের আগে এই কর্মিসভার মধ্যে দিয়ে রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মহিলাদের উৎসাহিত করেন এবং সক্রিয় ভাবে রাজনৈতিক ময়দানে নেমে কাজ করার নির্দেশ দেন। চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী আসনে ফেরানোর জন্য মহিলা কর্মীদের আহ্বান জানান।

Latest article