‘অঞ্চলে আঁচল’-এ নারী ক্ষমতায়নের বার্তা চন্দ্রিমার

এদিন কলকাতার প্রথম সভা হল দক্ষিণ কলকাতার ইয়াকুব পার্কে। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৭টি ওয়ার্ডের মহিলারা।

Must read

প্রতিবেদন : তৃণমুল মহিলা কংগ্রেসের ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি শুরু হয়েছে ১ এপ্রিল থেকে। আগামী ১৫ মে পর্যন্ত দেড় মাসব্যাপী রাজ্য জুড়ে এই বৃহত্তর কর্মসূচি চলবে। মঙ্গলবার জেলায় জেলায় এই কর্মসূচি শুরুর পর বুধবার দক্ষিণ কলকাতায় এই কর্মসূচিতে পথে নামলেন সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ছিলেন চৈতালি চট্টোপাধ্যায়, কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়-সহ সংগঠনের অন্যান্য নেতৃত্ব। ছিলেন প্রচুর মহিলাকর্মীও।

আরও পড়ুন-উত্তরের দুই জেলায় প্রস্তুতি সভা, মালদহে অঞ্চলে আঁচল-এ প্রচার, দলেনত্রীর বার্তা পৌঁছে দিতে মহিলাদের কর্মসূচি শুরু

রাজ্য জুড়ে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পগুলিতে মহিলারা কীভাবে উপকৃত হচ্ছেন, সেকথা তুলে ধরতে ২৬-এর নির্বাচনের আগে তৃণমূল মহিলা কংগ্রেস এই কর্মসূচি নিয়েছে। এদিন কলকাতার প্রথম সভা হল দক্ষিণ কলকাতার ইয়াকুব পার্কে। উপস্থিত ছিলেন কলকাতা পুরসভার ৭টি ওয়ার্ডের মহিলারা। কলকাতার কর্মসূচিগুলি মূলত ওয়ার্ডভিত্তিক মহিলাদের সচেতনতা বাড়াতে নেওয়া হচ্ছে। রাজ্য সরকারের প্রকল্পগুলি ঠিক কীভাবে নারী ক্ষমতায়নের পথ দেখাচ্ছে, ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচিতে সেই কথাই তুলে ধরা হচ্ছে। এলাকার মহিলাদের দুয়ারে গিয়ে সেই কথা তুলে ধরছেন শীর্ষ নেতৃত্ব। বুধবার দক্ষিণ কলকাতায় কর্মসূচির নেতৃত্ব দেন তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এই কর্মসূচির অধীনে আগামী দিনে দক্ষিণ কলকাতায় ১২টি এবং উত্তর কলকাতায় ৮টি সভা হবে। আগামী দেড়মাসে রাজ্যের বিভিন্ন প্রান্তে মোট হাজারটি সভা করবে মহিলা তৃণমূল কংগ্রেস। এদিন উত্তর থেকে দক্ষিণে জেলায় জেলায় অঞ্চলে আঁচল কর্মসূচি হয়। হুগলির ধনিয়াখালিতে মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও ভাস্তারা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় অভিরামপুর প্রাইমারি বিদ্যালয় প্রাঙ্গণে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিধায়ক অসীমা পাত্র। মালদহের বামনগোলা ব্লকের জগদ্দলায় ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মহিলাদের নিয়ে কর্মিসভা হয়। বিভিন্ন প্রকল্প তুলে ধরে প্রচার করার আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ। ছিলেন বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি অশোক সরকার, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আন্না রায় প্রমুখ।

Latest article