প্রতিবেদন : মহার্ঘভাতা নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya) জানিয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা পাওয়ার পর এ বিষয়ে মতামত জানাবেন৷ শুক্রবার সুপ্রিম কোর্টের শুনানির সময় রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনু সিংভি জানান, ডিএ কোনও সাংবিধানিক অধিকারের মধ্যে পড়ে না৷ সুপ্রিম কোর্ট শুক্রবার একটি রায় দিয়ে জানিয়েছে, রাজ্য সরকারি কর্মীদের ২৫ শতাংশ ডিএ দিতে হবে৷
আরও পড়ুন-কলকাতাবাসীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর! এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে সেরা তিনে মহানগরী