প্রতিবেদন : রেশন দোকানে খাদ্যসামগ্রী যাতে নির্ধারিত সময়ের আগেই পৌঁছয় তা নিশ্চিত করতে উদ্যোগী হয়েছে রাজ্যের খাদ্য দফতর। এর অঙ্গ হিসাবে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন স্তরে সময়সীমা কিছুটা পরিবর্তন করা হচ্ছে। দফতরের এক নির্দেশিকায় বলা হয়েছে, গম ও চালের বরাদ্দ রেশন ডিলারদের হাতে পৌঁছাতে হবে আগের মাসের ২৫ তারিখের মধ্যে। আটার ক্ষেত্রে ৭০ শতাংশ বরাদ্দ আগের মাসের শেষ তারিখের মধ্যে, আর বাকি ৩০ শতাংশ ওই মাসের ৫ তারিখের মধ্যে সরবরাহ করতে হবে। আটার ক্ষেত্রে সংরক্ষণের সীমাবদ্ধতাকেই কম সময়সীমার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগেভাগে খাদ্য পৌঁছলে গ্রাহকদের সময়মতো বণ্টন করতে সুবিধা হবে।
আরও পড়ুন-৯ জেলায় জারি হলুদ সতর্কতা
খাদ্য দফতরের তিন ধাপের সরবরাহ ব্যবস্থায় প্রথমে খাদ্যশস্য বরাদ্দ হয়, তারপর তা ডিস্ট্রিবিউটর ও হোলসেলারদের মাধ্যমে পৌঁছয় রেশন ডিলারদের কাছে। কেন্দ্রীয় খাদ্যমন্ত্রক সম্প্রতি রাজ্যগুলিকে তিন মাসের খাদ্য মজুত আগাম তোলার নির্দেশ দিয়েছে। সেই অনুযায়ী, জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীন গ্রাহকদের জন্য নির্ধারিত খাদ্য অন্তত ৪৫ দিন আগে তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে রাজ্যের খাদ্য দফতর।
নতুন নির্দেশিকা আসার পরই রেশন দোকানগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু। তাঁর বক্তব্য, খুব বেশি পরিমাণে আগাম খাদ্য পাঠানো হলে মজুত করে রাখার সমস্যা দেখা দিতে পারে। দোকানের পরিকাঠামো সীমিত। বিষয়টি আমরা খাদ্য দফতরকে জানিয়েছি।