প্রতিবেদন : বছরের প্রথম দিনেই মধ্যরাতে দিল্লির সুলতানপুরী এলাকায় ২০ বছরের তরুণী অঞ্জলির স্কুটিতে গাড়ি নিয়ে ধাক্কা মেরেছিল ৪ যুবক। গাড়িতে আটকে থাকা অবস্থাতেই অঞ্জলিকে ১২ কিলোমিটার ছেঁচড়ে নিয়ে গিয়েছিল মদ্যপ যুবকরা। ঘটনার জেরে রাতের শহরে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার জেরে দিল্লি পুলিশের নাইট ডিউটির নিয়মে বদল আনা হল। এক নির্দেশিকায় ইন্সপেক্টর লেভেলের সমস্ত আধিকারিককে নাইট ডিউটিতে থাকাকালীন লাইভ লোকেশন শেয়ার করার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-যাত্রীর গায়ে প্রস্রাব নিয়ে মুখ খুললেন টাটা সন্সের চেয়ারম্যান
শুধু লাইভ লোকেশন শেয়ার করাই নয়, নাইট ডিউটির আগে থানা ছেড়ে বেরোনোর সময় সমস্ত স্টেশন হাউস অফিসার, অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াডের অফিসার এবং ইন্সপেক্টর অফ ইনভেস্টিগেশনকে সে কথা জানাতে হবে পুলিশের ডেপুটি কমিশনারকে। রাত ১২টা থেকে ৪টে পর্যন্ত কর্তব্যরত পুলিশকর্মীরা যে যেখানেই থাকুন না কেন, সেই লোকেশন আপডেট করতে হবে ক্রমাগত। ডেপুটি কমিশনারের অনুমতি ছাড়া কেউ থানা ছেড়ে বেরোতে পারবেন না, এমনটাই জানানো হয়েছে নির্দেশিকায়।